'টিনটিন' এর বার্সেলোনা ও কোপা দেল রে
রিয়াল মাদ্রিদকে মাস্টেয়ায় তাদের নিজেদের মাঠে ২-০ গোলে হারিয়ে নিজের বার্সা ক্যারিয়ারের প্রথম ট্রফি কোপা দেল রে জিতে নেন রোনাল্ড কোম্যান। স্যার ক্রুইফের ড্রিম টিমের ডিফেন্সের মেইন দায়িত্ব ছিলো তার প্রিয় টিনটিনের হাতে। আর কোনো ট্রফি ঝুলিতে ছিলো না সেবার। বলছিলাম ৮৯’ এ রোনাল্ড কোমানের অভিষেক সিজনের কথা।
বার্সেলোনায় নিজের ম্যানেজিং ক্যারিয়ারের প্রথম ট্রফি হাতে রোনাল্ড কোম্যান
ঠিক তার ৩০ বছর পর, প্রিয় ক্লাব বার্সেলোনায় যোগ দিয়ে বিলবাওকে ৪-০ গোলে হারিয়ে নিজের ম্যানেজিং ক্যারিয়ারের প্রথম ট্রফি জিতে নিয়েছেন রোনাল্ড কোম্যান। ভিন্ন শহর সেভিল, প্রতিপক্ষ পুরোনো! ৭২০ দিনের ট্রফি খরা! আজ হয়তো তার গুরু বেঁচে নেই। নিজেই কোচিং করাচ্ছেন একগাদা শিষ্যকে। তবে মাথার উপর ছাতার মত পেয়েছেন আরেক ক্রুইফ শিষ্য জোয়ান লাপোর্তাকে। তবে খেলোয়াড়ি জীবন ২ ম্যানেজিং ক্যারিয়ারের শুরুতেই কোপা দেল রে জয়টা কি কাকতালীয়?
খেলোয়াড়ি জীবনে প্রথম ট্রফি কোপা দেল রে জেতা রোনাল্ড কোম্যান ও এফসি বার্সেলোনা
Comments
Post a Comment