আমার দেখা ট্রিভেলা নায়ক একজনই- লুকা মড্রিচ


বয়স মাত্র ৩৫! 'মাত্র' বললাম একারনে যে, এ বয়সেও দিব্যি বল নিয়ে ছুটে বেড়ান লুকা মড্রিচ। মাঠের ডান প্রান্ত থেকে বাঁ প্রান্ত কোথায় থাকেন না তিনি! এ বয়সেও পুরো নব্বই মিনিট তো নিজে খেলেনই, খেলানোর আসল কাজটাও তার ঘাড়েই থাকে। সেই লুকা আর এই লুকা দেখতে যেনো একই রকম এখনো। লম্বা চুল, মাথায় ব্যান্ড। অন্যান্য প্লেয়ারের চেয়ে লুকা কিছুটা আলাদা বৈশিষ্ট্যের প্লেয়ার আমার কাছে। একজন লুকা মড্রিচ ও আর দশজন প্লেয়ার একসাথে দাঁড়ালে মুহূর্তেই বলে দেওয়া যায় কোনটা লুকা!

যদিও প্রত্যেকটা প্লেয়ারই আলাদা, আলাদা তাদের খেলার ধরণ, তবুও অন্য সব প্লেয়ারের চেয়ে লুকা মড্রিচকে আমি আলাদা করবো 'ট্রিভেলা' শটে। যদিও পর্তুগীজ প্লেয়ার কোয়ারেজমাকে ট্রিভেলার সেরা ধরা হয় এবং ধরা হয় ওখান থেকেই এই শব্দের উৎপত্তি, তবে আমার চোখে দেখা সেরা ট্রিভেলা নায়ক একজনই। তিনি লুকা মড্রিচ। এখানেই তার ইউনিকনেস, এখানেই তিনি অন্যদের চেয়ে আলাদা আমার কাছে। নিয়মিত ফুটবল দেখে থাকলে লুকার 'আউটসাইড অফ দ্যা বুট' শট কিংবা পাস কোনোটাই চোখ এড়ানোর কথা না! এমনকি আমার কাছে মনে হয় লুকা ইনসাইডের চেয়ে আউটসাইড বুট দিয়েই বেশি পাস কিংবা এসিস্ট করে থাকেন। রিয়াল মাদ্রিদ তো বটেই, ক্রোয়েশিয়ায়ও প্রায়ই চোখে পড়ে। ইউরো-২০২০ এর গ্রুপ স্টেজের শেষ ম্যাচে তার গোলটাই প্রমাণ করে কেনো তিনি ট্রিভেলায় সেরা। 



কোপেনহেগেনে নক-আউট স্টেজে স্পেন ম্যাচকে সামনে রেখে লুকার ট্রেনিং আমার চোখে পড়ে। সেখানেও তার ট্রিভেলা শট চোখে পড়ে এবং গোল হয়। আসলে প্রত্যেক প্লেয়ারের স্বাতন্ত্র্যের জায়গাটাই এখানে। ইতিহাসে সেরা খেলোয়াড়েরা সবার মাঝে বেঁচে থাকেন তাদের নিজেদের গ্রেটনেস নিয়ে, নিজের ইউনিক জায়গাটাকে কাজে লাগিয়ে। ডি-বক্সের বাইরে থেকে লুকা মড্রিচের আচমকা ট্রিভেলা এনে দিতে পারে বিপক্ষ দলের জন্য মহাবিপদ। সেটা যে দলই হোক। কারণ ট্রিভেলায় 'স্পিন' যত বেশি বিপক্ষ দলের বিপদ ততই বেশি। একদম মেপে বাতাসের বেগের সাথে তাল মিলিয়ে ঘূর্ণি শট ক'জনই বাঁ পারে?

ফাইনাল থার্ডে লুকার ডান বুটের বাইরের সাইড দিয়ে বল বাড়িয়ে দেওয়া মানে ওখান থেকে কিছু একটা আসবেই, হয় এসিস্ট, বিগ চান্স বা গোল। একদম যেনো মাপা! একদম মাথায় সেট করা। অবিশ্বাস্যই ঠেকে আমার কাছে। হয়তো আর কিছুদিন পরই অবসরে চলে যাবেন লুকা। তার খেলার চেয়েও আমি তার এই ট্রিভেলা অনেক মিস করবো। 


ব্যালন ডি'অর কিংবা বিশ্বকাপ দিয়ে আপনি কখনোই কিছু সেরা খেলোয়াড়ের গ্রেটনেস কিংবা ইউনিকনেস মাপতে পারবেন না। পারবেন না লুকার ট্রিভেলাকেও মাপতে। একটা বিশ্বকাপ হয়তো লুকা মড্রিচ পাবেন ('২২ বিশ্বকাপই হয়তো শেষ) হয়তো পাবেন না, কিন্তু এর জন্য লুকা মড্রিচের এই অসাধারণ স্কিলটাও হারিয়ে যাবে না। ইতিহাসে থাকবে। মানুষ মনে রাখবে। মানুষ মনে রাখে খেলা, ট্রফি তো হাতে বানানো এক উপহার মাত্ররে ভাই! কিন্তু স্কিল রপ্ত করতে লাগে পরিশ্রম, মেধা তো বটেই! লুকা মড্রিচ সব সময় ট্রিভেলা নায়ক হয়েই থাকবেন আমার কাছে। ধন্যবাদ, লুকা। 

Comments

Popular Posts