প্রিয় মেসি
বৃষ্টি নামার আগেও যে আকাশটা মেঘে মেঘাচ্ছন্ন থাকে, যে আকাশটা অন্ধকারে ছেয়ে যায়, বৃষ্টি থেমে গেলে সে আকাশটাও না এক সময় পরিষ্কার হয়, হতে হয়। এটাই তো নিয়ম। সূর্য তার আপন রঙ্গে রাঙ্গিয়ে তোলে সে আকাশটাকে। বৃষ্টি পর মুহূর্তের আকাশটা থাকে নির্মল, সবচেয়ে সুন্দর, রঙ্গীন। কিন্তু সব সময় বৃষ্টি নামার আগে আকাশ জানান দেয় না। মেঘ গুড়গুড় করে না। বিদ্যুৎ চমকায় না। হঠাৎ করেই এক পশলা বৃষ্টি, আবার আকাশটা নির্মল। এটাই প্রকৃতির নিয়ম। লিওনেল মেসির ক্ষেত্রেও আকাশটা ডাকেনি, মেঘে মেঘাচ্ছন্ন হয়ে জানান দেয় নি এক্ষণি বৃষ্টি নামবে। এক পশলা বৃষ্টি, তারপর আবার আকাশ তার স্বরূপে ফিরবে। কিন্তু যে চলে যায় আর যাকে রেখে চলে যায় এই দুইয়ের মনের মধ্যেই বইতে থাকে বিষাদের ফোয়ারা। যার কাছে যায়, সে কি বিষন্ন থাকে? একদমই না। বিচ্ছেদের কষ্ট অনেক বড়। শত হলেও মানুষের মধ্যে এক মায়া কাজ তো করে! মানুষের জীবণ চিরস্থায়ী নয়। নিছকই এক ঘোর। ঘোর কাটলে সে জীবণ আর জীবণ থাকে না। এই দুনিয়াও যেনো একটা ঘোর, স্বপ্নের রাজ্য। এখানে কিছুই চিরস্থায়ী থাকে না। আসা যাওয়ার খেলা চলে মৃত্যুর আগ অবধি। এমনকি মৃত্যুর পরও। লিওনেল আন্দ্রেস মেসি। যিনি এসেছিলেন খালি ...